কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলছে স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৮

রাত পোহালেই ঈদ, তাই শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। গেল কয়েকদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যানজট থাকলেও শুক্রবার যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, নিমসার, পদুয়ার বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে গাড়ির কোন জট দেখা যায়নি। তবে মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।

নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারায় স্বস্তি দেখা গেছে যাত্রীদের মাঝে।

কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের আমজাদের বাজার পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রী এনজিও কর্মী আশরাফুল ইসলাম বলেন, যানজটমুক্তভাবে পৌনে ৩ ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতে পেরেছি। ভয় ছিল দাউদকান্দি টোল প্লাজার নিকট যানজটে পড়তে হবে কিনা তা নিয়ে। কিন্তু সেখানেও আজ যানজট নেই।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, বুধবার মধ্যরাত থেকে মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও অন্যান্য প্রাইভেট গাড়ির চাপ বাড়লেও মহাসড়কে হাইওয়ে পুলিশ তৎপর থাকায় যানজট সৃষ্টি হয়নি। যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরছেন।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :