নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশ নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কাউন্টার টেরোজিম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম রুবেল। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুবেলের বাবা রুপ মিয়া ঢাকাটাইমসকে বলেন, আজ দুপুর আড়াইটার সময় আড়াইহাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান স্বপন ও যুবলীগের সভাপতি মহিউদ্দিনের নেতৃত্বে কয়েকজন বিএনপিপন্থী সন্ত্রাসী রুবেলদের বাড়িতে হামলা চালায়। তখন রুবেল বাধা দিলে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার সময় রুবেলের মৃত্যু হয়। নিহত রুবেলের বাবা রুপ মিয়া স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক ঢাকাটাইমসকে বলেন, এলাকায় দুইটি গ্রুপ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এক পক্ষ অন্য পক্ষকে বলেছে তোমাদের এই এলাকায় এবার ঈদ করতে দেবে না। অপর পক্ষটি বিকালে এলাকায় ঢুকলে দুই পক্ষের মারামারি হয়। এতে রুবেল মারা যায়। নিহত রুবেল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্য। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :