প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১১:০১ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫৯

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন।

সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

জাতীয় ঈদগাহে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুসল্লিরা দলে দলে আসতে থাকেন ঈদগাহে।

প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে নেয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রত্যেক মুসল্লিকে চেক করে ভেতরে ঢুকতে দেয়া হয়।

এই ঈদের জামাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

নামাজ শেষে দেশ জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজে আসার সময় রাজধানীর আকাশ মেঘলা থাকলেও নামাজ পড়ে যাওয়ার সময় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে মুসল্লিদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি জামাত। সকাল সাতটায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। নয়টায় তৃতীয়, ১০টায় চতুর্থ ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :