ইসলাম কোনো সহিংসতা প্রশ্রয় দেয় না: এলজিআরডি মন্ত্রী

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৯

ইসলাম শান্তির ধর্ম, এই ধর্ম কোনো সহিংসতাকে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।

শনিবার সকাল ৮টায় ফরিদপুর শহরের চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এখানে আরও ঈদের নামাজ আদায় করেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

নামাজের আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালোবাসার এক অনুপম নিদর্শন।’

মন্ত্রী বলেন, ‘পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব। এজন্য প্রয়োজন জাতিতে জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতাসহ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। ঈদুল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষা দেয়।’

তিনি ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করার তাগিদ দিয়ে বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুসংহত করবে বলে আমার বিশ্বাস।’

এদিকে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ফরিদপুরে এক হাজার ১৮৯টি ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল মাঠে। এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান।

এছাড়া ফরিদপুর পুলিশ লাইন্স ময়দান, চকবাজার জামে মসজিদ ও চন্দ্রপাড়া পাক দরবার শরিফে বিপুলসংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এসবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :