ঈদের দিনে সড়কে ঝরল চার প্রাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৮ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৪

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে।

নিহতরা হচ্ছেন সদর উপজেলার আবিরখিল গ্রামের ডা. মো. ইউসুফ হোসেন ও তার ছেলে ইকবাল শাকিব এবং একই উপজেলার জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও সিএনজি চালক মমিন উল্যাহ। আহতদের মধ্যে নিহত মিজানুর রহমানের মেয়ে ইরিতা বেগমের অবস্থায় আশঙ্কাজনক। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মান্দারী বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরে মারা গেছেন মমিন উল্যাহ নামের একজন। আরেকজন মেয়ের অবস্থা আশঙ্কাজনক।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :