কুমিল্লায় ৫৭৬ স্থানে ঈদের জামাত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৯

ত্যাগের শিক্ষায় পশু কোরবানির মাধ্যমে নিজের ভেতরের কলুষতাকে বলির আহ্বানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

শনিবার সকাল ৮টায় কুমিল্লা সিটি করপোরেশনের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামায়াতে ইমামতি করেন মাওলানা ক্বারী মো. ইব্রাহিম।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মুসলিদের সাথে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান, সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষের উন্নতি সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে অর্ধলক্ষাধিক মুসল্লি মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

এছাড়া নগরের মুন্সেফবাড়ি, পুলিশ লাইন জামে মসজিদ, সুজা বাদশা জামে মসজিদ, কাপ্তান বাজার জামে মসজিদ, জানু মিয়া জামে মসজিদ, দারোগাবাড়ি জামে মসজিদসহ কুমিল্লা সদর দক্ষিণ, বরুড়া, চান্দিনা, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, মুরাদনগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়াসহ ১৬টি উপজেলায় ঈদগাহ মসজিদসহ ছোট বড় ৫৭৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :