রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ঈদের দিনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৯

মিয়ানমারের আরাকানে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঈদের দিনে মানবন্ধন করেছে ‘সভ্যতা’ নাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি।

মানবন্ধন থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়। গণহত্যা বন্ধে মিয়ানমারের নেত্রী অংসান সুচির পদক্ষেপ গ্রহণ না করায় তার সমালোচনা করা হয় এবং তার নোবেল ফিরিয়ে নেয়ার জন্য নোবেল কমিটির প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুচির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

মানবন্ধন আয়োজনকারী সংগঠন সভ্যতার প্রধান নির্বাহী সিইও সাকিল হাসান ঢাকাটাইমসকে বলেন, রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে এ মানবন্ধনের আয়োজন করা হয়। পবিত্র ঈদুল আজহার দিন বিশ্বের মুসলমানদের জন্য শান্তি কামনা করে এই মানববন্ধন করা হয়।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :