তিন দিন ধরে অন্ধকারে হাতীবান্ধার তিন গ্রাম

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের তিনটি গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরে ফেরা কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পশ্চিম ফকিরপাড়া এলাকায় বিদ্যুতের ট্রান্সমিটার হঠাৎ বিকল হয়ে পড়ে। ওই ভোররাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া, দালালপাড়া, বুড়াবাউরার মানুষ তিন ধরে বিদ্যুতের অভাবে ভোগান্তিতে আছে।

এলাকাবাসী জানান, হাতীবান্ধা বিদ্যুৎ বিভাগকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি।

বিদ্যুৎ না পেয়ে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এলাকাবাসী কয়েকজন অভিযোগ করে বলেন, বিদ্যুৎ বিভাগের লাইনম্যান ৬০ হাজার টাকা দিলে রাতারাতি বিদ্যুৎ সংযোগ দেবে বলে আমাদের কাছে জানিয়েছেন।

হাতীবান্ধা উপজেলা বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী রফিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ঈদের কারণে লোকজন ছুটিতে চলে গেছে। বিদ্যুৎ সংযোগ দিতে কয়েক দিন দেরি হবে বলে ফোনটি কেটে দেন।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :