পাকুন্দিয়ায় এবার মহিষের গুঁতোয় যুবকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৪ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৭

ষাঁড়ের গুঁতোয় বৃদ্ধের মৃত্যুর একদিন পর এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা মহিষের গুঁতোয় লিটন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রামের পিয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, সকালে বাড়ির সামনের সড়কে বের হন মধ্যমান্দারকান্দি গ্রামের পিয়ার হোসেনের ছেলে লিটন মিয়া। এসময় সড়ক দিয়ে ছুটে আসা একটি পাগলা মহিষ শিং দিয়ে লিটনের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হন লিটন। পরে স্থানীয় লোকজন লিটনকে উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

স্থানীয় লোকজন জানায়, ভোর থেকে অজ্ঞাত স্থান থেকে ছুটে আসা মহিষটি রাস্তায় যাকে পাচ্ছে তাকেই আঘাত করছে। এতে অজ্ঞাতনামা আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ঈদের দিন শনিবার বিকাল ৪টার দিকে ষাঁড় গরুর গুঁতোয় সামসুদ্দীন নামে এক ষাটোর্ধ ব্যক্তি মারা যান। তিনি উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরটেকি পাগলা বাড়ির মেন্দী মেস্তরির ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, ঘটনা দুটোর সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :