খালেদার মুখে নির্বাচনের ফতোয়া শুনতে চাই না: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মাফ চাওয়ার কোনো জায়গা নেই। তিনি বিচারের সম্মুখীন হবেন। তার মুখে নির্বাচনের কোনো ফতোয়া আমরা শুনতে চাই না। তিনি রাজাকার ও খুনিদের বর্জন করবেন কি না সেটা জানতে চাই।’

রবিবার সকালে কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনু এসব কথা বলেন। উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগমজিয়া দেশে ফেরত আসুক, নির্বাচনী পরিকল্পনা দিক। কিন্তু তার আগে তাকে মানুষ পোড়ানোর জন্য, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি ও রাজাকারদের সাথে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হবে। তখন সরকার বিষয়টি ভেবে দেখবে।’

এসময় তিনি মিরপুর-ভেড়ামারার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের মানুষের শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য সরকার নিরলসভাবে কাজ করেছে। অন্যদিকে বেগম জিয়া লন্ডনে বসে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রই জঙ্গিনেত্রীর করে লাভ হবে না। দেশের জনগণ কঠোরভাবে সব ষড়যন্ত্র দমন করবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :