১০ কেজি ওজনের মিষ্টি কুমড়া

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪০

ময়মনসিংহে ঈদ উপলক্ষে ১০ কেজি ওজনের এক বিশাল মিষ্টি কুমড়া কাঁধে নিয়ে এক যুবক ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করার পর হৈচৈ শুরু হয়ে গেছে।

ফেসবুক আইডির মালিক জেলার মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামের মিজানুর রহমান হলেও ওই মিষ্টি কুমড়াটি কাঁধে নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম মো. কামরুল ইসলাম।

নিজের প্রোফাইলে এ ছবির পোস্টকারী মিজানুর রহমান বলেন, চেচুয়া বাজার থেকে তারই ভাতিজা ১০ কেজি ওজনের মিষ্টি কুমড়াটি কেনেন ১২০ টাকা দিয়ে। গত বছর এটির চাষ করেন স্থানীয় এক কৃষক।

মিজানুর রহমান বলেন, ফেসবুক প্রোফাইলে নিজের অনেক ছবি পোস্ট দিয়েছি। কিন্তু খুব একটা লাইক কমেন্ট পাইনি। অথচ এই মিষ্টি কুমড়া নিয়ে দাঁড়িয়ে থাকা ভতিজা কামরুলের ছবি আমার প্রোফাইলে পোস্ট দেয়ার পর প্রচুর লাইক কমেন্ট পাচ্ছি।

জানা যায়, মানুষের পুষ্টির চাহিদা পূরণের মিষ্টি কুমড়া হচ্ছে এক ধরনের সুস্বাদু ও পুষ্টিকর সবজি। এর পাতা ও কান্ড সবজি হিসেবে খাওয়া হয়। মিষ্টি কুমড়া তরকারি ও ভাজি হিসেবে খাওয়া হয়ে থাকে। মিষ্টি কুমড়া চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ওই অঞ্চলে বাড়তি আয় করছেন অনেকেই।

সেখানে বাণিজ্যিকভিত্তিতে মিষ্টি কুমড়া চাষ ও বাজারজাতও করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :