নৌভ্রমণে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০২ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৬
ফাইল ছবি

পাবনার চাটমোহরে চলনবিলে নৌকায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন। রবিবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন-পাবনা সদর উপজেলার রানীগ্রামের মৃত আফসার আলীর ছেলে আফজাল হোসেন, তার ভাই একই গ্রামের টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন এবং তার ছেলে সোহান।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, একটি মাইক্রোবাস যোগে একই পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য চলনবিল ভ্রমণের উদ্দেশ্যে চাটমোহরে যান। দুপুরে উপজেলার ছাইকোলা থেকে একটি নৌকা ভাড়া করে তারা চলনবিলে নৌভ্রমণে বের হন। নৌকার ছাদে (আঞ্চলিক ভাষায় ছই) ছিলেন পাঁচ জন। এক পর্যায়ে বেল তিনটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে নৌকার ছাদে থাকা পাঁচ জন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ও ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। নৌকার মাঝি ও স্বজনরা দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী নৌকা নিয়ে এগিয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

ঈদের আনন্দে বেড়াতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :