দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে কুচক্রীরা: দোলন

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩০

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলা দেশের অগ্রযাত্রা কুচক্রী মহল বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস ও জাতীয় সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক আরিফুর রহমান দোলন। 

রবিবার বিকাল পাঁচটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। কামারগ্রাম কাঞ্চন একাডেমির ২০০৫ সালের এসএসসি ব্যাচ ও আলফাডাঙ্গা আদর্শ কলেজের ২০০৭ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানটি আয়োজন করেন। 
আরিফুর রহমান দোলন বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু একটি কুচক্রী মহলের পছন্দ হচ্ছে না এটি। তারা জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের এই উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে।’

আয়োজক শিক্ষার্থীদের উদ্দেশে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘তোমরা এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং এই কলেজের পরে তোমরা দেশের বিভিন্ন কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করে কর্মজীবনে প্রবেশ করেছ। তোমাদেরও দায়িত্ব আছে জঙ্গিবাদ দমন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আরও বেশি করে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারেন সে জন্য তাকে সমর্থন ও সহযোগিতা করা। যাতে করে দেশ যে উন্নয়নের মহাসড়কে আছে তা আরও বেশি গতিতে এগোতে পারে। ’ 

সবাই রাজনীতি না করলেও রাজনৈতিক সুবিধা-অসুবিধা দেশের সবাই ভোগ করে  মন্তব্য করে দোলন বলেন, ‘শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন, আমি মনে করি আমরা সবাই আরও বেশি করে সুবিধাপ্রাপ্ত হব। এই অঞ্চলের উন্নয়ন আরও বেশি করে হবে। তার প্রমাণ এই কলেজের পাশেই স্কুলের জমিতে ৭০ কোটি টাকা ব্যয়ে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হচ্ছে।’

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ রকম আরও প্রতিষ্ঠান হবে বলে মন্তব্য করেন ঢাকাটাইমস সম্পাদক। তবে তিনি বলেন, ‘এ জন্য শেখ হাসিনাকে সহযোগিতা করা, তার পাশে থাকা আমাদের সবার দায়িত্ব।’ 

অনুষ্ঠানে আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শেখ শওকত আহমেদ, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।  

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/মোআ)