মানুষের কল্যাণে কাজ করতেই রাজনীতিতে এসেছি: দোলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ০৮:১৬ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ০৮:১৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস ফিলিংস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকাটাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন।

সন্ধ্যারর দিকে বানা বাজারে ফ্রেন্ডস ফিলিংস ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করার জন্যই রাজনীতিতে এসেছি। আপনারা আমার প্রোপিতামহ কাঞ্চন মুন্সির নাম অনেকেই শুনেছেন। উনি মানুষের সেবায় নিজেকে সারা জীবন নিয়োজিত রেখেছিলেন। সেই পরিবারের ছেলে হিসেবে আমিও সারা জীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই এবং সেভাবেই কাজ করতে চাই।’

দোলন বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। যতদূর সম্ভব মানুষের জন্য কাজ করা, এলাকার উন্নয়ন করা, বেকার সমস্যার সমাধান করা তা আমি করবো। শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো আমাদের মৌলিক চাওয়া। এই মৌলিক চাওয়া যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। আপনাদের সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি।’

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘এখানে অনেক যুবক ছেলে দেখছি। এই যুবক ছেলেরা যেন দেশ গঠনে, সমাজ গঠনে কাজ করতে পারে, আমরা যেন তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি, তাহলেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়া সেটি সম্ভব হবে।’ তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। এই ছেলেরা একদিন অনেক বড় হবে।’

কৃষক লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘আজকে এই ফ্রেন্ডস ফিলিংস ক্লাব যেভাবে সবাইকে একত্রিত করতে পেরেছে এর মাধ্যমে এটা প্রমাণ হয়েছে যে, এরা যেকোনো ইতিবাচক কাজ করতে সক্ষম। এই সক্ষমতা না থাকলে এভাবে সবাইকে নিয়ে একটি আনন্দঘন পরিবেশ তৈরি করা সম্ভব হতো না। আমার আপনাদের কাছে একটাই চাওয়া, এই সমাজের ইতিবাচক পরিবর্তন করতে হবে। আমাদের সবাইকে ভালো থাকতে হবে। যে জন্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র গঠন করেছেন। সবার অধিকার যাতে নিশ্চিত হয়। আমরা সবাই যেন সুখে-দুঃখে বসবাস করতে পারি।’

দোলন বলেন, ‘আর সারা বাংলাদেশ যেমন উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে আমরা যেন তা থেকে পিছিয়ে না থাকি। সেরকম একজন সংসদ সদস্য সংসদে পাঠাতে পারি যিনি আমাদের সব দাবি, দাবি করার আগে পূরণ করতে পারেন। এটি আপনাদের প্রতি আমার চাওয়া।’

কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘ক সময় গ্রাম বাংলার অন্যতম উৎসব ছিল নৌকাবাইচ প্রতিযোগিতা। কালের আবর্তে তা হারিয়ে যেতে বসেছে। গ্রামীণ ঐতিহ্য সম্পর্কে বর্তমান প্রজন্ম ভুলে যেতে বসেছে। এই নৌকাবাইচ বাঙালির, বাংলাদেশের সংস্কৃতির অন্যত অংশ। এভাবে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন একদিকে আনন্দ-বিনোদন উপভোগ করি পাশাপাশি এই বাইচে যারা অংশ নেয় তাদের বিরাট শরীর চর্চার কাজও হয়। বাংলাদেশ যে নদীমাতৃক দেশ একসময় কিন্তু নৌকাই ছিল যোগাযোগের অন্যতম বাহন। সেটিও কিন্তু আমরা এই নৌকাবাইচের মাধ্যমে স্মরণ করতে পারি।’

ফ্রেন্ডস ফিলিংস ক্লাবের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান শেখের পরিচালনায় আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ শওকত আহমেদ, সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগ নেতা মোমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :