চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালুর দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৭

প্রতিশ্রুতি অনুযায়ী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালু না হওয়ায় মানববন্ধন করেছে জীবননগর উপজেলা শহরের সর্বস্তরের মানুষ। সোমবার সকালে উপজেলা শহরের বাসস্ট্যান্ডের গোল চত্বরে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, স্থলবন্দরের সকল অবকাঠামোগত উন্নয়ন ইতোমধ্যে শেষ হয়েছে। বন্দর চালুর আশায় শতশত ব্যবসায়ী বাংলাদেশি অংশে লাখ লাখ টাকা বিনিয়োগ করে অনিশ্চিতার প্রহর গুনছেন।

বক্তারা উল্লেখ করেন, ২০১৩ সালের ২৪ আগস্ট নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন জীবননগরে এসে আনুষ্ঠানিকভাবে বন্দরটি উদ্বোধন করেন। কিন্তু অজানা কারণে দীর্ঘ চার বছরেও বন্দরটি চালু হয়নি।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, পৌরমেয়র জাহাঙ্গীর আলম, গৌলতদঞ্জ মাজদিয়া সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হক, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা প্রমুখ।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :