ঠাকুরগাঁওয়ে নববধূর রহস্যজনক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৮

মেহেদীর রঙ শুকাতে না শুকাতে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী বোয়ালধার গ্রামে নাছরিন বেগম নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও মেয়ের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

সোমবার সকালে বাড়ির এক কিলোমিটার দূরে আমগাছে ঝুলন্ত অবস্থায় নাছরিন বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

একই উপজেলার চাড়োল গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাসরিন বেগমের চার মাস আগে বোয়ালধার গ্রামের রেজাউলের সাথে বিয়ে হয়।

মেয়ের পিতা নাজিম উদ্দীনের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত স্বামী ও তার পরিবারের লোকজন। ঈদে নাছরিনের পিতার বাড়ি হতে দামি জামা কাপড় না পাওয়ায় ঈদের দিন হতে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে রেজাউল।

অবস্থা বেগতিক দেখে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দিতে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালায়।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান, আত্মহত্যার ক্ষেত্রে যেসব সিনটম থাকার কথা- তা পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে রেজাউলের পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :