চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্ক বিজিবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৮ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৩
ফাইল ছবি

ভারতে চামড়া পাচার রোধে বিজিবি সদস্যরা বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্তের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বিজিবি সদস্যদের সংখ্যাও বাড়ানো হয়েছে। বন্দর এলাকাসহ স্থল-জল ও রেলপথে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে সীমান্ত এলাকায় এ সতর্কতা জারি করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে লোকবল বাড়ানো হয়েছে। রাতে টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। যাতে কেউ অবৈধভাবে দেশের অভ্যন্তর থেকে ভারতে চামড়া পাচার করতে না পারে- সে জন্য ঝুঁকিপূর্ণ সীমান্তগুলো চিহ্নিত করে টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজিবি জানায়।

বেনাপোলের পুটখালি, গোগা, দৌলতপুর, অগ্রভুলোট, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আচড়া, কাশিপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি।

বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশনেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ।

সূত্র জানায়, চোরাকারবারিরা প্রতিবেশী দেশে চামড়া পাচার করে ওই অর্থ দিয়ে ভারত থেকে অন্যান্য মালামাল কিনে আনার চেষ্টায় থাকে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :