নাটোরে বসতবাড়িসহ ১০ দোকান পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১

নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া বাজারে আগুনে পুড়ে একটি বসতবাড়িসহ ১০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে লালপুরের ভেল্লাবাড়ীয়ার মহসিনের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই বাড়ি পুড়ে গিয়ে তা পাশের বাজারের ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোরের লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১০টি দোকান ও ওই বসতবাড়ির সকল মালামাল এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আকতার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাদের হিসাব মতে, আনুমানিক ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে বাড়ির মালিক ও দোকানদের দাবি এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহিরসহ স্থানীয় দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানসহ অন্যান্যরা।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :