বগুড়ায় যুবলীগ নেতা হত্যা: বাবা-ছেলেসহ ১০ জনের নামে মামলা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:১২

বগুড়ার আদমদীঘি উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন লিটন (৪৫) হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ ১০ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলায় আসামি করা হয়েছে আঙ্গুর মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম আঞ্জু (৪৫) ও তার ছেলে আলিফ (২৩)সহ ১০জনকে।

সোমবার এ তথ্য নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান, লিটনের ছেলে সবুজ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

রবিবার সন্ধ্যায় বিহিগ্রামে বাজার এলাকায় মারপিট করার হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, ওই হত্যার ঘটনায় বিহিগ্রামের হেলাল উদ্দীনকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘির বিহিগ্রামের জিল্লুর হোসেনের ছেলে আঙ্গুর বাজার এলাকার ডিস লাইনের তার চুরি করে গ্রামবাসী জানতে পারে। পরে তার কাছ থেকে ডিসলাইনের তার উদ্ধার করলে আঙ্গুর ক্ষিপ্ত হয়ে বাজারে এসে যুবলীগ নেতা জাকির হোসেন লিটনের দোকানে গালিগালাজ করে চলে যায়।

এর জের ধরে গত রবিবার সন্ধায় রফিকুল ইসলাম অঞ্জুরসহ অন্যান্যরা বাজারে এসে লিটনকে গালিগালাজসহ মারপিট করে। এসময় লিটন মাটিয়ে লুটিয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লিটনের ছেলে সবুজ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরো ২/৩ জন অজ্ঞাত নামা করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :