কালকিনিতে ইউপি সদস্যকে পিটিয়ে জখম

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩২

মাদারীপুরের কালকিনিতে মাছ অবমুক্ত করাকে কেন্দ্র করে অটল বিশ্বাস নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামে একটি পুকুরে দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের রেনু উৎপাদন করা হয়। ওই পুকুর থেকে মাছের কিছু পোনা অবমুক্ত করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার নবগ্রামের ২নং ওয়ার্ড ইউপি সদস্য অটল বিশ্বাসকে দায়িত্ব দেন। তিনি দায়িত্ব পেয়ে মাছের পোনা ধরতে গেলে এসময় একই এলাকার বিচরন সরকার, স্বপন বিশ্বাস, অমিত সরকার ও সরলা সরকারসহ বেশ কয়েকজন মিলে ইউপি সদস্যকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি সদর হাসপাতেল ভর্তি করেন।

এ দিকে হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

আহত ইউপি সদস্যর ভাই অশোক বিশ্বাস বলেন, দায়িত্ব পালন করতে গেলে আমার ভাইকে বিনা কারণে মারধর করা হয়েছে।

অভিযুক্ত বিচারণ সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।

নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভুতী ভুষন বাড়ৈ বলেন, হামলার বিষয়টা ন্যাক্কারজনক।

এব্যাপারের উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, আমরা মাছ অবমুক্ত করার জন্য ইউপি সদস্য অটল বিশ্বাসকে দায়িত্ব দিয়েছিলাম।

ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয় ভুক্তভোগীর পরিবার মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :