ঈদে বেড়াতে এসে পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬
ফাইল ছবি

ঈদে রাজবাড়ীর গোয়ালন্দে নানা বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে ডুবে সুজন হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে ওই কিশোরের মরদেহটি নদীতে ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।

সুজন গাজীপুর জেলার শ্রীপুর থানার বড়দি গ্রামের মো. শহিদ ফকীরের ছেলে। ঈদ উপলক্ষে সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস আলী পাড়া গ্রামের তার নানা খয়ের আলী ফকিরের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে সুজন কয়েক বন্ধুর সাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় সে নদীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে সে আর ওঠতে পারেনি। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করতে পারেনি। একদিন পর সোমবার সকালে তার লাশ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক তদন্ত জিয়ারুল ইসলাম জানান, নদীতে ডুবে যাওয়ার পর থেকে এলাকাবাসী, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিল। পরে সকালে তার মরদেহ ভেসে ওঠে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :