চুয়াডাঙ্গায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঈদের জামাতে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত জয়নাল আবেদিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জয়নাল আবেদীন ওই উপজেলার হাপানিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। অন্যদেরকেও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ওই গ্রামে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উল্লেখ্য, ঈদের দিন সকালে উপজেলার হাপানিয়া গ্রামে ঈদগাহে ঈদের নামাযের আগে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার ইমদাদুল হক ও দেলোয়ার হোসেন পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৩ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :