টাঙ্গাইলে ‘জঙ্গি আস্তানায়’ রাতভর অভিযান, দুই ভাই আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২০ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২৫

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে রাতভর অভিযান চালিয়েছে র‌্যাব। সেখান থেকে জঙ্গি সন্দেহে দুই ভাইকে আটক করেছে সংস্থাটি।

এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গি কাজে ব্যবহৃত বিস্ফোরক, ‘জিহাদি’ বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে ওই বাড়ি থেকে মাসুদ ও খোকন নামের দুই ভাইকে আটক করে র‌্যাব। তারা ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলে।

এর আগে রাত ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। মধ্যরাত থেকে টানা আট ঘণ্টা অভিযানের পর মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান সমাপ্ত হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস ঢাকাটাইমসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানার অভিযোগে কালিহাতী উপজেলার এলাঙ্গার ওই বাড়িটি র‌্যাব ঘেরাও করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে আস্তানা থেকে ওই বাড়ির মালিকের দুই ছেলেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

এদিকে টাঙ্গাইলে আটক এই দুই ভাইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। সেখানে এখন অভিযান চলছে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :