বাসিন্দাদের সরিয়ে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৮ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৯

রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরানোর পর সেখানে অভিযান শুরু করেছে র‌্যাব। মঙ্গলবার বেলা ১১টার কিছু আগে এই অভিযান শুরু হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেহেদি হাসান ঢাকাটাইমসকে জানান, অন্যান্য জঙ্গিবিরোধী অভিযানের নাম দেয়া হলেও এই অভিযানের কোনো নামকরণ করা হয়নি।

এর আগে বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ধারণা করছে, এই বাড়িতে একজন দুর্ধর্ষ জঙ্গি থাকতে পারেন। তার নাম আবদুল্লাহ। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। তিনি সপরিবারে এই বাড়িতে আছেন বলে ধারণা করছে র‌্যাব।

গভীর রাতে মিরপুরের মাজার রোডের ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। বাড়ির ভেতর থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া র‌্যাবকে উদ্দেশ্য করে কয়েক দফা হাতবোমা ছুড়েছে সন্দেহভাজন জঙ্গিরা।

টাঙ্গাইলের জঙ্গি আস্তানা থেকে আটক দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান মঙ্গলবার ভোরে সংবাদ সম্মেলনে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে আটক দুই ভাইয়ের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। বাড়িটি ছয়তলা। এর পঞ্চম তলায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান। সেখানে থেকে তারা বেশ কয়েকটি আইইডি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

র‌্যাবের মুখপাত্র জানান, র‌্যাবকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলও নিক্ষেপ করেছে জঙ্গিরা। সে সময় জঙ্গিদের সঙ্গে বেশ কয়েকবার র‌্যাবের গুলি বিনিময় হয় বলেও জানান তিনি।

মুফতি মাহমুদ জানান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশের এই এলাকাটি ঘনবসতিপূর্ণ। আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করেই আমরা অভিযান শুরু করতে যাচ্ছি।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :