ওয়াইম্যাক্সের আইপিও আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৩ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫০

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়ায় ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড আজ ৫ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছে। যা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজারে ১০ টাকা দরে এক কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। আর এই উত্তোলিত টাকা দিয়ে মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।

জানা যায়, গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেয়া হয়। প্রায় তিন মাস পর গত ৬ আগস্ট কোম্পানিটি চূড়ান্ত সম্মতিপত্র পেয়েছে। আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করবে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় দুই টাকা তিন পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয় ১৪ টাকা ৮৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/আলাল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা