নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার দেবদুন গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান, দেবদুন গ্রামের সামাদ মোল্যার সঙ্গে হবি মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর নিয়ে রবিবার থানায় শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তারিকুল ইসলাম, সেখ সাব্বির, মানিক মুন্সী, শাহাবুল মোল্যা, আব্দুলাহ মোল্যা, ইসমাইল শেখসহ কমপক্ষে ২৫ জন আহত হন। এর মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং দুইজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :