ফরিদপুরে জোড়া খুন: দুই দিনেও কেউ আটক হয়নি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৬

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের তারেক খান এবং একই গ্রামের রিপন শেখ খুনের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সন্দেহভাজন কেউ আটকও নেই।

গত রবিবার রাত পৌণে আটটার দিকে প্রতিপক্ষের লোকজন গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারেক খান ও রিপন শেখকে হত্যা করে।

তারেকের ছোট ভাই গুরুত্বর আহত শরীফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত তারেক ও রিপন পরস্পরের মামাতো-ফুফাতো ভাই।

নিহত তারেকের পরিবারের দাবি, তাদের সাথে কারো কোনো শক্রতা ছিল না। প্রতিবেশী অলোক দাস ও তার সহযোগীরা তারেককে হত্যা করেছে। তারেকের মা সখিনা বেগম হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

এদিকে নিহত রিপন খান অবিবাহিত ছিলেন। তিনি অটোবাইক চালাতেন। তার মা নূরজাহান বেগম জানান, রবিবার সন্ধ্যায় রিপন বাড়ি ফিরে খাবার চায়। কিন্তু অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা রিপন হত্যার খবর দেয়। তিনি বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে- আমি তাদের ফাঁসি চাই।

নিহত রিপনের বড়ভাই লিটন শেখ জানান, ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে লাশ হস্তান্তর করেছে পুলিশ। তিনি বলেন, দাফন শেষে মামলা করা হবে।

ফরিদপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন জানান, হত্যার কারণ সম্পর্কে তদন্ত চলছে, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

তিনি জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা নাগাদ মামলা হবে বলে আশা করছি। অপরাধীদের আটকের বিষয়ে তিনি জানান, সুনিদিষ্ট তথ্যেরভিত্তিতেই অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :