কালকিনিতে ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫১

পোনা মাছ ধরাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে অটল বিশ্বাস নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে উপজেলার শশীকর গ্রামের বিশ্বাস বাড়ির সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার শশীকর গ্রামের মনমথ বাড়ৈর পুকুরে বিভিন্ন প্রজাতি মাছের রেনু থেকে পোনা তৈরি করে আসছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সেই পোনা মাছ জনসাধারণের স্বার্থে কালাইতলা বিলে অবমুক্ত করা জন্য প্রস্তুত করে রাখা হয়। মৎস্য অধিদপ্তর ওই পোনা মাছ অবমুক্ত করার জন্য দায়িত্ব্ দেন স্থানীয় ইউপি সদস্য অটল বিশ্বাসকে। সোমবার দুপুরে সে ওই পোনা মাছ পুকুর থেকে ধরে বিলে অবমুক্ত করতে গেলে একই এলাকার বিচরণ সরকার, স্বপন বিশ্বাস, অমিত সরকার ও সরলা সরকারসহ বেশ কয়েকজন মিলে ইউপি সদস্য অটল বিশ্বাসকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি সদর হাসপাতেল ভর্তি করেন। এ মারধরের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ডাসার থানায় একটি অভিযোগ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :