নন্দীগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ও থালতা মাজগ্রাম ইউনিয়নে বন্যায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ত্রি-মহনী বাজারে থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি, উপ-প্রচার সম্পাদক আল রাজী জুয়েল, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী, আ.লীগ নেতা মিজানুর রহমান, স্বপন চন্দ্র, মখলেছুর রহমান, সোহেল রানা, শামীম শেখ, মজনুর রহমান, শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। সভাটি পরিচালনা করেন, ইউপি সচিব আলমগীর কবির বাবু।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :