খুলনায় কথিত সীমানা পিলারসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২

খুলনায় শত কোটি টাকা মূল্যের কথিত সীমানা পিলারসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেবদুয়ার গ্রামের শফিকুল ইসলাম গাজী ও তার স্ত্রী রেহেনা পারভীন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে রেহেনা পারভীন ও তার স্বামী শফিকুল ইসলামসহ একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন যাবৎ নকল সীমানা পিলার প্রস্তুত করে এটি শত কোটি টাকা মূল্যের বলে বিক্রির জন্য মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। পরে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে আসামিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে সীমানা পিলারসহ রেহেনা পারভীন ও তার স্বামী শফিকুল ইসলাম গাজীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাছ আলী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সীমানা পিলারের মূল্য শত কোটি টাকা বলে মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক এসএম আলমগীর কবির বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা করেছেন বলে জানান আক্কাস আলী।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :