ডিএমপি কমিশনারকে ফেসবুকে কটূক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বেলহাড়া কেরিয়াতি গ্রামের এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত বছর ২৬ মে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বেলহাড়া কেরিয়াতি গ্রামে নজরুল ইসলামের পুত্র ও ঢাকায় ইবনেসিনা ফার্মায় ফার্মাসিস্ট আলী আকতার (২৫) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নামে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন।

এ ব্যাপারে গত সোমবার বালিয়াডাঙ্গী থানার এসআই মো. আব্দুল আজিজ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এলে পুলিশ খবর পেয়ে আলী আকতারকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান আসামি আলী আকতারকে মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছেন।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :