বাগেরহাটে অজ্ঞাত পরিচয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৯ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৬

বাগেরহাট-মাওয়া মহাসড়কের রাস্তার পাশে গাছে ঝুলে থাকা অজ্ঞাত পরিচয়ের (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল দশটার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকার যাত্রী ছাউনির পাশের একটি অর্জুন গাছে গলায় গামছা দিয়ে ঝুলে থাকা ওই লাশটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে পুলিশ। তবে এটি হত্যা, না আত্মহত্যা- তা পুলিশ তদন্ত করে দেখছে।

তার পরনে চেক লুঙ্গি, ঘিয়ে রঙের হাফহাতা জামা রয়েছে। তার গায়ের রং কালো।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম খায়রুল আনাম সকালে ঢাকাটাইমসকে বলেন, সকালে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির অর্জুন গাছে ঝুলে থাকা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি গাছ থেকে নামিয়ে সুরতহাল করেছে। তার শরীরে কোন আঘাতের চি‎‎হ্ন পাওয়া যায়নি। মঙ্গলবার রাতের কোন এক সময়ে তিনি নিজে আত্মহত্যা করে থাকতে পারেন অথবা কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, মোল্লহাট উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদেরহাট ও গাওলা গ্রামের লোকজন লাশটি দেখেছে তবে তারা কেউ তার পরিচয় জানাতে পারেনি। দূরে কোথাও বাড়ি বলে মনে হচ্ছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :