রোহিঙ্গাবাহী নৌকাডুবি, পাঁচজনের লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪২ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৪

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী কয়েকটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের কাছ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলুল হক

ঢাকাটাইমসকে পাঁচজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফজলুল হক জানান, নৌকাডুবির পর অনেকেই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তাদের কাছ থেকে জানা গেছে, শতাধিক রোহিঙ্গা এখনো নিখোঁজ রয়েছে।

মিয়ানমারে জাতিগত সংঘাতের জের ধরে গত কয়েক দিন ধরে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলছে অমানবিক নির্যাতন। এতে বাধ্য হয়ে রোহিঙ্গারা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। এখন পর্যন্ত দুই লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এসে আশ্রয় নিয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে আসতে গিয়ে মারা গেছে শতাধিক রোহিঙ্গা।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :