নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে ছয় শ্রমিকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫১ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮

নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার নারায়ণপুরে একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলার গোকুল নগর গ্রামে লালমিয়া ফিলিং স্টেশনের পাশে গাড়ি সার্ভিসিংয়ের জন্য একটি ঘর তৈরি করা হচ্ছিল। ঘরটির চালায় কাজ করার জন্য শ্রমিকরা একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছিল। লোহার ট্রলিটি নেওয়ার সময় সেটি পল্লীবিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। ভৈরব হাসপাতালে নেওয়ার পর অপর শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহত সবার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :