স্পিডবোটে অতিরিক্ত ভাড়া নেয়ায় কারাদণ্ড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২২
ফাইল ছবি।

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে কাঁঠালবাড়ী ঘাটের স্পিডবোটে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে চারজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার পৌনে ১২টার দিকে স্পিডবোট কাউন্টারে অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিললে কাউন্টারে থাকা কামাল মোল্যা, মোশাররফ, মনির বেপারী ও সিকিম আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের সাতদিন করে সাজা প্রদান করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ বলেন, ‘স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে আটক করে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ঘাট এলাকায় যাত্রীসেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম রয়েছে।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :