গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২২ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১০

গাইবান্ধা সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়াকে ইয়াবা সেবনের সময় আটক করেছে পুলিশ। এসময় তার ও তার সহযোগীর কাছ থেকে ৪৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ গ্রামের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।আটক রফিকুল ইসলাম মিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম রওশনবাগ গ্রামের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ইয়াবা সেবন করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও তার সহযোগী আব্দুল কাইয়ুমকে আটক করে পুলিশ। রফিকুল ইসলামের কাছে ২১ ও কাইয়ুমের কাছ থেকে ২৩টি ইয়াবা উদ্ধার করা হয়।

পলাশরাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম ঢাকাটাইমসকে বলেন, আটক রফিকুল ইসলামের মিয়া ও তার সহযোগীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, রফিকুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের দুই মেয়াদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :