হজে পদদলিত হয়ে সরকারি কর্মকর্তা নিহত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৪ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৭

হজ করতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার খোর্শেদ শাহরিয়ার সোহেল নামে এক সরকারি কর্মকর্তা পদদলিত হয়ে নিহত হয়েছেন। তিনি ২৪তম বিসিএস ক্যাডার, পিজিসিবি ম্যানেজার অব স্ট্রেট (সিনিয়র এসিস্ট্যান্ড সেক্রেটারি) অফিসার ও উপজেলার টিকিকাটার গ্রামের আব্দুস সালাম মৃধার পুত্র।

নিহতের চাচাতো ভাই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খোর্শেদ শাহরিয়ার সোহেল স্ত্রী, সন্তানকে নিয়ে হজের উদ্দেশ্যে সৌদি যান। তিনি আরাফাতের ময়দানে পদদলিত হয়ে নিখোঁজ হন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়। সেখানে তার লাশ স্ত্রী দোলা বেগম শনাক্ত করেন।

মঙ্গলবার রাতে মক্কায় জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :