করিমগঞ্জ মাতিয়ে গেলেন কুদ্দুস বয়াতি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৭ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৫

বিশিষ্ট পালাকার ও বাউল শিল্পী কুদ্দুস বয়াতি গানে গানে মাতিয়ে গিয়েছেন হাজারও দর্শক শ্রোতাকে। বীর ঈশাখাঁর স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে বুধবার রাতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি মনোমুগ্ধকর বাউল সঙ্গীত পরিবেশন করেন।

স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূইয়া।

স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী মামুন, কিরাটন ইউপি চেয়ারম্যান ইবাদুর রহমান শামীম, কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন লিটন, আওয়ামী লীগ নেতা জামিল আনসারী, মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে কুদ্দুস বয়াতি ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আবুল হাসেম, তাবিন্দা কামরুল নীপা, তানজিদা আফরিন নিঝুম, তানজিলা আফরিন নিপুন, তাওহিদুল আলম প্রতীক প্রমুখ।

কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, সাংবাদিক আবু তাহেরসহ হাজারো দর্শক সারারাত উপভোগ করেন কুদ্দুছ বয়াতির গান।

অনুষ্ঠানে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :