ঠাকুরগাঁওয়ে নাছরিন হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যৌতুকের কারণে গৃহবধূ নাসরিন আক্তার খুনের সাথে জড়িত আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার বাবার বাড়ি চাড়োল গ্রামের অধিবাসী।

বৃহস্পতিবার বেলা ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উপজেলার চাড়োল গ্রামের সর্বস্তরের প্রায় ৫ শতাধিক মানুষ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে নাসরিনের বাবা নাজিম উদ্দীন, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী ও জেলা পরিষদের সদস্য মইনুল ইসলামসহ সকলে উপস্থিত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নানের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নান নিহত নাসরিন আক্তারের পরিবারের প্রতি সমবেদনা এবং খুনের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশ্বাস দেন।

এ সময় বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার ফতেপুর গ্রামে যৌতুকের দাবিতে নাছরিন আকতার নামে এক নববধূকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করে।

এ ঘটনায় মেয়ের পিতা জামাতা রেজাউলসহ ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করলেও অদ্যাবধি পুলিশ কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :