লন্ডনে সালমান শাহ ‘হত্যা’র বিচার দাবি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১১

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ্’র ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সালমান শাহ্র পরিবার ও তার ভক্তদের পক্ষ থেকে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে সালমান শাহকে হত্যা করা হয়েছে দাবি করে ‘হত্যাকারীদের’ বিচার দাবি জানানো হয়েছে।

বুধবার দুপুরে লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত মানববন্ধনে সালমান শাহ্র মামা আওরঙ্গজেব বুলবুল, ভাই শাহরান চৌধুরী বিল্টি, প্রিন্স শাহেদ, বাবর চৌধুরী, আসাদ রহমান, জুবেদুর রশিদ, মো. সেলিম হোসেনসহ আরো ভক্তরা অংশ নেন।

বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম নায়ক সালমান শাহ্র প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করলেও তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।

তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :