আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৩ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাড়ির বাঁশের চটের বেড়া সরানো নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ছয়জন আহত হন।

এ ঘটনায় নিহতের চাচা জিয়াউর রহমান থানায় হত্যা মামলা করেছেন।

উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কালাম শেখের নাতি রনি ও জিয়াউর রহমানের মেয়ে পপিকে নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় বুধবার সকালে সীমানার বেড়া সরানো নিয়ে উভয়ের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুই পক্ষের ছয়জন আহত হন।

আহত নান্নু খান, ইমাম, আছাদ, মোশারেফ, জোসনা ও ইয়াকুব শেখকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে নান্নু খানের অবস্থা অবনতির দিকে গেলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে নান্নু খান মারা যান।

এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি জোসনাকে গ্রেপ্তার করেছে।

নিহত নান্নুকে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :