সাবেক স্বামীকে পিটিয়ে সন্তান ছিনিয়ে নিলেন মা

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৬ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৭

রাজশাহী আদালতে আইনজীবীদের বারে সাবেক স্বামীকে পিটিয়ে সন্তান ছিনিয়ে নিয়েছেন হিরা বেগম নামে এক নারী।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সন্তানের দাবি নিয়ে মায়ের দায়ের করা মামলার শুনারির ধার্য দিনে সাবেক স্বামী তার সন্তান নিয়ে আদালতে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ উভয়পক্ষের তিনজনকে আটক করেছে। তবে সাত বছর বয়সী ওই সন্তানটি নিয়ে পালিয়ে যেতে পেরেছেন তার মায়ের পক্ষের লোকজন। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি চলতে থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক মোতালেব হোসেন জানান, রাজশাহী মহানগরীর গনকপাড়া এলাকার হৃদয় ইসলামের সঙ্গে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার হিরা বেগমের বিয়ে হয় বছর ১০ আগে। তাদের হিমেল নামে সাত বছরের এক সন্তান আছে। হিমেলের জন্মের কিছুদিন পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়।

তবে হিমেল তার বাবার কাছেই ছিল। এ নিয়ে সন্তানের দাবি করে হিরা বেগম আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত রায় দেন হিমেল তার বাবার কাছেই থাকবে। তবে হিরা ওই রায়ের বিরুদ্ধেও আদালতে আপিল করেন। ওই আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। মারামারি করে সন্তান ছিনিয়ে নেয়ার পর আদালতে আর সেই আপিলের শুনানি হয়নি।

এসআই মোতালেব আরও জানান, আদালতে হাজির হতে হৃদয় ইসলাম তার সন্তানকে নিয়ে আইনজীবীদের বারে বসেছিলেন। হৃদয়ের সঙ্গে তার বড় ভাই আখতারুজ্জামানও ছিলেন। এ সময় হিরা বেগম তার লোকজন নিয়ে তাদের ওপরে হামলা চালান। একপর্যায়ে হিরা বেগমও তার সাবেক স্বামীকে মারপিট শুরু করেন। এ সময় হৃদয়ও তার সাবেক স্ত্রীকে মারপিট করেন। এরই মধ্যে হিরার আত্মীয়স্বজন হিমেলকে নিয়ে পালিয়ে যান।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মারামারিতে হিরা ও আক্তারুজ্জামান আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনাস্থল থেকে হিরার সাবেক স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আদালত চত্বরে মারামারি অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

অপহরণ-ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার, স্কুলছাত্রী উদ্ধার

এই বিভাগের সব খবর

শিরোনাম :