ইসলামপুরে ভিজিডির ১৬৫ বস্তা চালসহ আটক ১

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৭ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৪

জামালপুরের ইসলামপুরে কালো বাজারে বিক্রি হওয়া ১৬৫ বস্তা ভিজিডির চালসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। তার নাম তোতা মিয়া।

বৃহস্পতিবার ভোরে আমতলী বাজার নৌঘাটে অভিযান চালিয়ে চাল ভর্তি দুটি নৌকাসহ তোতা মিয়াকে আটক করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিন ই আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহসানুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃত তোতা মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে সাপধরি ইউনিয়ন থেকে কিনেছে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল মামুন জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গ্রামের হতদরিদ্র মহিলাদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি চাল দেয়া হয়। জব্দকৃত চাল সাপধরি ইউনিয়নে বিতরণের কথা ছিল বুধবার। এসব চাল বিতরণ না করে কালো বাজারে বিক্রি করে দিয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নেছা বাদী হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :