‘বিসিকের গাফিলতিতে ট্যানারি ব্যবসায় মন্দা’

মহিউদ্দিন মাহী, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৭ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩১

ট্যানারি ব্যবসা মন্দার পেছনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের গাফিলতি দায়ী বলে মনে করেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন। তিনি বলেন, এ শিল্পের সমস্যার মূলে যেমন ট্যানারি মালিকরা রয়েছেন তেমনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রয়েছে। সবচেয়ে বড় গাফিলতি বিসিকের।’

সম্প্রতি ট্যানারি শিল্প নিয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে কথা হয় ঢাকাটাইমসের। আলাপচারিতায় তিনি এই ব্যবসার বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরেন। বলেন, ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করলেও সেখানে দুর্বল অবকাঠামোর ফলে ট্যানারির কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে দেলোয়ার হোসেন বলেন, ‘আপনি যান সেই সাভার শিল্প নগরীতে। গিয়ে দেখেন কী করুণ অবস্থা বিরাজ করছে সেখানে। ড্রেনের অবস্থা দেখেন। রাস্তা ঘাটের অবস্থা দেখেন। ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্টের অবস্থা দেখেন। চামড়া পরিষ্কার করার পর যে আবর্জনা থাকে সেগুলোর অবস্থা দেখেন। দেখলে আপনারা বুঝতে পারবের সাভারে কত অসুবিধায় রয়েছি আমরা।’

ট্যানারি শিল্পের প্রাচীন এই সংগঠনের সভাপতি বলেন, ‘ট্যানারি শিল্প শুধু স্থানান্তরিত করলেই হবে না, পাশাপাশি আমার সমস্ত সুযোগ-সুবিধাগুলো দিতে হবে। ট্যানারি মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সরকার আন্তরিক। ট্যানারি স্থানান্তর সম্পন্ন করতে চামড়া শিল্প উদ্যোক্তা সংগঠন ও সরকার যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালকে চামড়া ও চামড়াজাত পণ্য বর্ষ হিসেবে ঘোষণা করে চামড়া শিল্পের উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা আশা করছি এই সমস্যা থেকে অচিরেই উত্তরণ ঘটবে।’

প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘যেভাবে লবণের দাম বেড়েছে, এতে প্রত্যেক চামড়ার পেছনে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ পড়বে। এখানে চামড়া শিল্প মালিকদের দাবি- বিসিকের মাধ্যমে চামড়া শিল্পের লবণ আমদানি করা হোক, সঠিক সময়ে লবণ দেয়া হোক।’

দেলোয়ার হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের কাউন্সিলও। তিনি বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। কিন্তু রাজনীতিও করি। একজন জনপ্রতিনিধি। মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখা চেষ্টা করি। এলাকার মানুষের সেবায় আছি, থাকবো।’

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :