পাটুরিয়া ঘাট স্বাভাবিক, দৌলতদিয়ায় চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪১

পর্যাপ্ত ফেরি ও সবগুলো ঘাট সচল থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার এখনো স্বাভাবিক রয়েছে। পাটুরিয়ায় ঘাটে গাড়ির চাপ না থাকায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হয়ে যাচ্ছে যাত্রীবাহী কোচ ও মালবাহী ট্রাক। তবে দৌলতদিয়া ঘাটে কিছুটা যানবাহনের চাপ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাউদ্দীন রাসেল জানান, এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১টি রো-রো, ছয়টি ইউটিলিটি ও চারটি কেটাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে পাটুরিয়া ঘাটে কোনো যানবাহন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না।

এই কর্মকর্তা আশা করেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যে ২০টি আছে তাতে যাত্রী ও চালকদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :