পুলিশ কর্মকর্তার উদ্যোগে হারানো সন্তান ফিরে পেলেন মা

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৭ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৭

বিস্ময় আর অনর্গল কান্না শেষে মাকে জড়িয়ে ধরে আছে আট বছরের শিশু মৃনাল। ছেলের মাথায় বিলি কেটে মা পারভিন আক্তারও বলছেন, ‘পেটে ধরা ছেলে ফিরে পাওয়ার মতো সুখ কিছুতে আছে?’ গেলো তিনদিন আগে অর্থাৎ গত ৫ সেপ্টেম্বর মায়ের কোল থেকে হারিয়ে যায় মুনাল। গাজীপুর জেলার কোনাবাড়িতে চাকরির সুবাদে কাজ করতেন বিধবা পারভিন আক্তার। সেখানেই হারিয়ে যায় মৃত ছমেদ আলীর ছেলে মৃনাল। তাদের বাড়ি ময়মনসিংহের শিকারীকান্দায়।

কীভাবে যেন ময়মনসিংহের ত্রিশালে পৌঁছে যায় মৃনাল। ওইদিন পৌর শহরের রাস্তায় দেখা যাচ্ছিল অচেনা মুখটা। শিশুটির কান্না শুনে জড়িয়ে ধরেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিউর রহমান। নিয়ে যান নিজের বাসায়।

পরে জাকিউর রহমান এসআই চাদ মিয়াকে পাঠান কোনাবাড়িতে। সেখানে মাইকে প্রচার করা হয়, কুড়িয়ে পাওয়া শিশুটির বিষয়ে। ওই মাইকিং শুনে বৃহস্পতিবার হারিয়ে যাওয়ার তিনদিন পর শিশুটির মাকে খুঁজে বের করা হয়।

কাপড়-চোপড় দিয়ে মাকে তার সন্তান নিয়ে নিরাপদে বাড়ি যাওয়ার জন্য তাদের হাতে তুলে দেন নগদ অর্থ।

মৃনালের মা পারভিন জানান, এ কয়দিন পাগলের মতো ছেলেক খুঁজে বেড়িয়েছি। ওর বয়সের শিশু দেখলেই দিকে হাঁ করে তাকিয়ে থেকেছি। ভেবেছি ওই বুঝি আমার মৃনাল। এজন্য লোকে আমাকে পাগলও বলেছে। তবে ওসি জাকিউর রহমানের উদ্যোগে খোঁজ মিলল মৃনালের।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :