লক্ষ্মীপুরে বসতবাড়িতে হামলা-লুটপাট, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০১

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকায় বসতবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় গরু ব্যবসায়ী দিদার হোসেন ও আনোয়ার হোসেনসহ তিনজন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচটি গরুসহ মালামাল লুট করে নেয়ার অভিযোগও পাওয়া গেছে।

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।

গরু ব্যবসায়ী দিদার হোসেনসহ ক্ষতিগ্রস্ততরা জানান, দীর্ঘদিন ধরে দিদার হোসেনসহ অন্যদের সঙ্গে একই এলাকার শফিকুল ইসলামের চররুহিতা এলাকায় এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার ভোররাতে শফিকুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন বসতবাড়িতে ঢুকে হামলা চালায়। এক পর্যায়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ করে পাঁচটি গরুসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় নারী ও পুরুষসহ তিনজন আহত হন। এর আগে বৃহস্পতিবার বিকালে প্রকাশ্যে হামলা চালিয়ে ওই বসতবাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :