কয়েক গুণ যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ছাড়ছে লঞ্চ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৪

চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলো কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে ছাড়ছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষের দাবি, যাত্রী কিছুটা বেশি বহন করা হলেও তা ধারণক্ষমতার কয়েক গুণ বেশি না।

শুক্রবার চাঁদপুর নৌ-টার্মিনালে গিয়ে দেখা যায়, পবিত্র ঈদুল আজহার ছয় দিন অতিবাহিত হলেও যাত্রীর চাপ কমেনি। যাত্রীর তুলনায় লঞ্চ কম থাকায় ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে।

প্রতিটি লঞ্চে কেবিন, প্রথম শ্রেণি, বিজনেস শ্রেণি, ২য় শ্রেণি, তৃতীয় শ্রেণির আসন ভরপুর হয়ে যাওয়ার পর ডেকে-মেঝেতে বসে এবং ছাদের উপর উঠে যাত্রীরা গন্তব্যে যাত্রা করছে। এসব যাত্রী চাঁদপুর ছাড়াও পার্শ্ববতী জেলা নোয়াখালী, লক্ষীপুর, রায়পুর, রামগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে চাঁদপুর এসে নৌপথে ঢাকা অভিমুখে যাত্রা করছে।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি বিপ্লব সরকার জানান, স্বাভাবিকের তুলনায় একটু বেশি যাত্রী এখন যাচ্ছে। অতিরিক্ত যাত্রীর কারণে লঞ্চ নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেয়া হচ্ছে। তিনি দাবি করেন, ছাদে কোনো যাত্রী নেয়া হচ্ছে না।

এ ব্যাপারে চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঢাকাটাইমসকে জানান, লঞ্চগুলো ধারণক্ষমতার তিন/চার গুণ যাত্রী যাচ্ছে এটা ঠিক নয়। তিনি জানান, ঈদে যাত্রীর চাপ বেশি থাকায় কিছু বেশি যাত্রী যাচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় অতিরিক্ত যাত্রীর জন্য কোনো জরিমানা করা যাচ্ছে না বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :