মাধবপুরে বরযাত্রীবাহী নৌকাডুবে দুই শিশুর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সদরে সোনাই নদীতে নৌকা ডুবে শ্রাবন্তি (৬) ও মুক্তা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের লোকজন একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামের একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সোনাই নদীর ব্রিজের কাছে পৌঁছালে নৌকাটি আস্তে আস্তে পানিতে তলিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তি মারা যায়। একই গ্রামের মুক্তা নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নৌকাতে থাকা লোকজন দ্রুত নামতে গিয়ে প্রায় ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বিজয়নগর থানার বিন্নিঘাট গ্রামের মাহমুদা (২৫), নাইমা (১২) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। (ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :