আখাউড়া রেলস্টেশনে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশন স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পাচারের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এতে আটক ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার গাজী রহমানের ছেলে মো. সবুজ জাকির (৩১) এবং আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ার আব্দুর করিমের ছেলে মো. জসিম (২৩)।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, আজ শুক্রবার ভোররাতে আখাউড়া রেল জংশন স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে প্রথমে সবুজের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্হায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। দ্বিতীয় দফায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে একটি বগিতে তল্লাশি চালিয়ে জসিমের কাছে থাকা ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তৃতীয় দফায় স্টেশনের বাথরুমের কাছে পড়ে থাকা একটি ব্যাগে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ভোররাতে দুই ঘন্টার অভিযানে মোট ২৫০ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধারসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ব্যাপারে রেলওয়ে জিআরপি থানায় মাদক আইনে দুটি মামলা ও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :